চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা করায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ আসর পটিয়া পৌরসভার মডেল মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি গত ১৭ বছর ধরে নিরলসভাবে সংগ্রাম করছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পটিয়ার বিএনপি নেতাকর্মীরা হামলা-মামলা ও নির্যাতন সহ্য করেও দলীয় আদর্শে অবিচল থেকেছেন। তাদের এই ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ আমাকে মনোনয়ন দেওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘পটিয়ার বিএনপি পরিবারের নেতাকর্মীরা আমার আপনজন। আমাদের সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো অপশক্তি পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন, আমরা সবাই একসাথে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কমিশনার আবুল ফয়েজ, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু ও জসিম উদ্দিন প্রমুখ।