শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৭ বাসকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ০৫:২০

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে সাতটি বাসকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চুনতি ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল প্রসিকিউশন পরিচালনা করেন।

মোবাইল কোর্টে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ৭টি বাস থেকে ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, ‘জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভিডিও