চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাছ ধরার জালে আটকা পড়ে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত দুই মাসে উপজেলা বিভিন্ন এলাকা থেকে মোট সাতটি অজগর সাপ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার একটি বিলে অজগরটি স্থানীয়দের জালে আটকা পড়ে। খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
আমির হোসাইন শাওন বলেন, ‘অজগরটি বার্মিজ প্রজাতির, দৈর্ঘ্য প্রায় ৮ ফুট, ওজন প্রায় ৯ কেজি। এটি ভাসা জালে আটকে পড়ে। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে অজগরটি অবমুক্তির ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, গত দুই মাসে বোয়ালখালীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিলিয়ে সাতটি অজগর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে— গত ২০ সেপ্টেম্বর সকালে জৈষ্ঠপুরা এলাকা থেকে ১টি অজগর, ২৫ সেপ্টেম্বর রাতে কেরানীবাজার এলাকা থেকে ১টি, ২৭ সেপ্টেম্বর সকালে আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রাম থেকে ১টি, ১০ অক্টোবর দুপুরে আমুচিয়া ইউনিয়ন থেকে ১টি, ১৩ অক্টোবর রাতে পৌরসভা এলাকা থেকে ১টি, ২৯ অক্টোবর বিকেলে কধুরখীল এলাকা থেকে ১টি এবং ৫ নভেম্বর তালুকদারপাড়া বিল থেকে সর্বশেষ ১টি অজর উদ্ধার করা হয়।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ সূত্রে জানা গেছে, অজগর ছাড়াও বোয়ালখালীর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে গত দুই মাসে শতাধিক বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে বর্ষা শেষে গ্রামীণ জলাশয় শুকিয়ে যাওয়ায় সাপের আনাগোনা বেড়েছে। এতে গত দুই মাসে সাপের কামড়ে দুজনের মৃত্যু ঘটেছে।