শনিবার, ২২ নভেম্বর ২০২৫

দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৪

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে দেশীয় তৈরি পিস্তল আকৃতির পাইপগানসহ মো. গিয়াস উদ্দিনকে (২১) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে আরও দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এসআই হিমাংশু চন্দ্র সূত্রধর সঙ্গীয় ফোর্স ও যৌথ বাহিনীর সহায়তায় কোদালা ইউনিয়নের ধোপাঘাট গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাঘাট গ্রামের মুন্সীবাড়ির দৌচালা টিনের ঘর থেকে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তার দেখানো স্থানে ঘরের খাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল আকৃতির পাইপগান, ১টি কার্তুজের খোসা, ১টি স্টিলের এসএস পাইপ, ৫টি দেশীয় ধারালো ছুরি এবং ১টি বিদেশী ছুরি উদ্ধার করা হয়। গিয়াস ওই এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। অস্ত্রধারী ও সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

ভিডিও