শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় সংরক্ষিত বনের চোরাই গাছসহ যুবক আটক

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৯

চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বনের গাছ কেটে চুরির চেষ্টাকালে বেলাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে বন বিভাগ। মঙ্গলবার (৪ নভেম্বর) সাতগড় বনবিটে আটকৃকত আসামিকে বন আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ উত্তর হারবাং কলাতলী এলাকার মৃত আবদুস ছোবাহানের পুত্র।

সূত্রে জানা যায়, গতকাল সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিটের পেরাইত্তার ঘোনা নামক এলাকায় অবৈধভাবে প্রবেশ করে একটি সংঘবদ্ধ চোরচক্র গাছ কর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সংশ্লিষ্ট বন কর্মকর্তারা অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া কাঠ চোরদেরকে ধাওয়া করে একজনকে আটক করেন সক্ষম হন। একই সময় জব্দ করা হয়েছে কর্তনকৃত গাছের টুকরোগুলো।

অভিযানে নেতৃত্বে দেন সাতগড় বনবিট কর্মকর্তা মো. মহসীন আলী ইমরান। তার সাথে ছিলেন বন প্রহরী মো. সালাউদ্দিন খন্দর ও শোভন শাহ। সাতগড় বনবিট কর্মকর্তা মো. মহসীন আলী ইমরান জানান, আটক ও পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে।

ভিডিও