চট্টগ্রামের লোহাগাড়ায় ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরির অভিযোগে ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে প্রথমে মো. আলমগীর নামে একজনকে ভুয়া ক্লিয়ারেন্সসহ আটক করা হয়। তিনি জানান, আল আকছা ট্রাভেলসের মালিক শাহ আলমের কাছ থেকে ২৮ হাজার টাকায় ওই ক্লিয়ারেন্স সংগ্রহ করেছিলেন।
পরে শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়। শাহ আলমকে জিজ্ঞেসাবাদের পর সে জানায়, থানার সামনের একটি কম্পিউটার দোকানের মালিক মো. নাজাত দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার কাছ থেকে মোবাইল ফোন ও দুটি সিল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নাজাতের সহযোগী মো. জাহেদ, মো. রিদুয়ান ও রাজা মিয়া পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা পর আদালতে সোপর্দ করা হয়েছে।