শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় আর কোনো গ্রুপিং নয়: হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৫, ০৬:০৭

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজ এলাকায় ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

এরপর রাঙ্গুনিয়ার প্রবেশমুখে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

পরে রাঙ্গুনিয়ার কাদের নগরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী ও বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী।

তিনি বলেন, আপনাদের কাছে ভাইজান চৌধুরীর ছেলে এসেছে, তাকেও ভাইজানের মতোই আপন করে নেবেন। পিতার আসনে পুত্র নির্বাচিত হলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা শান্তি পাবে। আমি আনন্দিত যে আমার ছেলে মনোনয়ন পেয়েছে। আরও খুশি যে বেগম খালেদা জিয়া এবার নির্বাচনে অংশ নিচ্ছেন—তিনি মাঠে নামলেই সবাই এক কাতারে আসবে।

ঐক্যের বার্তা দিলেন হুম্মাম কাদের চৌধুরী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী বলেন, বিএনপির কেন্দ্রীয় প্রার্থীদের তালিকায় রাঙ্গুনিয়ার পক্ষে আমার নাম রয়েছে। আজ থেকেই আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করছি। জিয়ারত করেই আমরা আমাদের ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছি।

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ায় অতীতে বিভিন্ন গ্রুপিং থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখন থেকে আর কোনো গ্রুপিং থাকবে না। সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

হুম্মাম কাদের চৌধুরী জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন—২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ, একদিন আমি তারেক রহমান সাহেবের পাশে সংসদে বসব। তাই সবাই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। আমাদের লক্ষ্য একটাই—বিএনপির ৩১ দফা বাস্তবায়ন; যতক্ষণ পর্যন্ত তা না হয়, আমাদের সংগ্রাম চলবে।

বিএনপির প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হুম্মাম কাদের বলেন, মুরুব্বীদের সুযোগ করে দিন; তাদের দোয়াতেই আমি আজ এই মঞ্চে দাঁড়াতে পেরেছি।

শেষে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন থেকে রাঙ্গুনিয়ার মাটিতে আর কোনো গ্রুপিং থাকবে না—সবাই মিলে দলকে শক্তিশালী করে সামনে এগিয়ে যাব।

হুম্মাম কাদের চৌধুরীর আগমনে রাঙ্গুনিয়ার প্রবেশপথ, তাপবিদ্যুৎ গেট, জিয়াউর রহমানের মাজার এবং কাপ্তাই সড়কজুড়ে হাজারো নেতাকর্মীর ঢল নামে। পথে পথে ফুলেল শুভেচ্ছা ও শ্লোগানে মুখরিত হয় পরিবেশ।

ভিডিও