শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় ধানের শীষের পক্ষে যুবদল নেতার গণসংযোগে

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৫, ০৮:১৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পরিচালনা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ মুরাদ চৌধুরী।

শনিবার (১ নভেম্বর ২০২৫) দিনব্যাপী তিনি রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় এস.এ মুরাদ চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জননেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে হবে। প্রতিটি ভোটই হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।”

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাংলাদেশের মানুষের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে সেই বার্তা পৌঁছে দিচ্ছি।”

গণসংযোগে স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা পাড়া-মহল্লায় গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের মাঝে বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সূত্রে জানা গেছে, এস.এ মুরাদ চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলায় ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ কর্মসূচি চলবে।

ভিডিও