চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা ৪টি পানের বরজ উচ্ছেদ করেছে বনবিভাগ। শনিবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিটের সাপের গর্ত নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন। সাথে ছিলেন চুনতি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা বজলুল রশিদ, সাতগড় বনবিটের বিট কর্মকর্তা মহসীন আলী ইমরানসহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিট কর্মকর্তা মহসীন আলী ইমরান জানান, একটি মহল দীর্ঘদিন যাবৎ সংরক্ষিত বনের জায়গা অবৈধভাবে দখলপূর্বক পানের বরজ করে আসছিল। অবশেষে অভিযান চালিয়ে উক্ত ৪টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত জায়গার পরিমাণ প্রায় এক একর। বনভূমির জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।