শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় বর্ষার ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন শাক-সবজি উৎপাদনের মহোৎসব

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৫, ০৭:০৩
লোহাগাড়া

বর্ষার ভারী বর্ষণ, বন্যা ও বানের পানিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কৃষকরা শীতকালীন আগাম শাক-সবজি চাষে মাঠে নেমেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা আশা করছেন, আগাম উৎপাদনের মাধ্যমে বর্ষার ক্ষতি কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে।

উপজেলার নদী ও খাল বেষ্টিত চরাঞ্চলের কৃষকরা সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা শিম, করলা, আলু, লাউ, বেগুন, মুলা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচা মরিচ, বরবটি, ঢেড়শসহ নানা ধরনের শাক-সবজি চাষে জমি প্রস্তুত করছেন। টঙ্কাবতী নদীর কলাউজান, আদারচর, আমিরাবাদ, হাজারবিঘা, রাজঘাটা, ঘোনাপাড়া, মুহরী পাড়া ও ডলু নদীর আলুর ঘাট, চুনতি ইউনিয়নসহ বিভিন্ন চরাঞ্চলের কৃষকরা ক্ষেত প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন।

কৃষক শাহ আলাম, ফরিদ ও রিয়াদ জানান, বর্ষার সময় ফসলের ব্যাপক ক্ষতির কারণে এবার শীত মৌসুমেই আগাম শাক-সবজি চাষ করে অর্থনৈতিক ক্ষতি পূরণের চেষ্টা করছেন। বাজারে তরি-তরকারি ও শাক-সবজির দাম বর্তমানে সন্তোষজনক হওয়ায় তারা আরও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছেন।

পদুয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ জানিয়েছেন, খরস্রোতা হাঙ্গর খালের উর্বর মাটি ও পানি শক্তি এলাকায় কৃষকরা শীত মৌসুমে শাক-সবজি চাষে ব্যস্ত থাকেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বন্যা না হলে কৃষকরা উৎপাদিত শাক-সবজি স্থানীয় ও বাইরের বাজারে বিক্রি করে অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারবেন।

উপজেলার কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, কৃষকরা আগাম শীতকালীন শাক-সবজি চাষে মাঠে কাজ করছেন। তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ নিশ্চিত করতে উপজেলা কৃষি অধিদপ্তর সব সময় প্রস্তুত।

ভিডিও