চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিকদলের শিক্ষা ও সহ-গবেষণা বিষয়ক সম্পাদক ও রাজানগর শ্রমিকদলের প্রচার সম্পাদক মুহাম্মদ মিজান উদ্দিন খোকন এবং রাজানগর ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি মুহাম্মদ গফুরের ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার রানীরহাট বাজার চত্বরে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদল এবং সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আহত খোকনের পিতা মুহাম্মদ হারুন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলাইমান, সহ-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, রাজানগর যুবদলের সভাপতি আবু মনছুর, যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইউনুস, শ্রমিকদল সভাপতি মুহাম্মদ রাসেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামপুর ইউনিয়নের সভাপতি সৈয়দ কোম্পানি, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক ফরিদ, রাজানগর শ্রমিকদল নেতা নুরুন্নবী, জমির ও শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গুটিকয়েক সন্ত্রাসী খোকন ও তার বড় ভাই গফুরের ওপর অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে খোকন আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় খোকনের পিতা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।