শনিবার, ২২ নভেম্বর ২০২৫

পটিয়ায় সম্পত্তি দখলের বিরোধে যুবকের ওপর হামলা, থানায় জিডি

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৫, ০১:৩১

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টাকে কেন্দ্র করে অনুপম ভট্টাচার্য্য (৩০) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি পটিয়া থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ভাটিখাইনের গণেশ পণ্ডিতের বাড়ির বাসিন্দা অনুপম ভট্টাচার্য্য অভিযোগ করেন— একই এলাকার জহির আহম্মদ, মোজাফ্ফর আহম্মদ ও মো. নয়ন নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে প্রতিবাদ করলে তারা অনুপম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার দিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবী সওদাগরের ঘাটা এলাকায় নিজের বাড়ির সামনে গেলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে অনুপমের ওপর হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।

অনুপমের অভিযোগ, হামলাকারীরা একপর্যায়ে তার গলায় ফাঁস লাগিয়ে টানাহেঁচড়া করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায় এবং যাওয়ার সময় ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।

পরে নিরাপত্তার স্বার্থে অনুপম ভট্টাচার্য্য পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ভিডিও