চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আবারও ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে মো. হোসাইন (৪৫) নামে এক যুবকের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আল-আরাফা ইসলামী ব্যাংকের হালিশহর নয়াবাজার শাখায় কর্মরত বলে জানা গেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর এলাকার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র সংলগ্ন প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত হোসাইন বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার আজিজুর রহমানের ছেলে।
তার ভাতিজা মো. রিদওয়ানুল হক জানান, চাচা শুক্রবার সকালে সিএনজি অটোরিকশা যোগে বাড়িতে আসছিলেন। চন্দ্রপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী হাইস গাড়ি সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। ওই সময় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর চৌমুহনীস্থ সিবি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও সিএনজি দুটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া চলছে।’