চট্টগ্রাম সার্কিট হাউসে ‘এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ‘এসডিজি স্থানীয়করণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে স্থানীয় পর্যায়ে সমস্যা চিহ্নিত করে তা সমাধানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রতিটি অঞ্চলের স্থানীয় সমস্যা তুলে ধরেন। উদাহরণস্বরূপ, ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য চিহ্নিত সমস্যা ছিল ‘সম্প্রীতি উন্নয়নের মাধ্যমে সামাজিক দ্বন্দ্বে সংঘর্ষে নিহতের সংখ্যা শূন্যে নামানো’, এবং চট্টগ্রাম মহানগরীর জন্য চিহ্নিত সমস্যা ছিল ‘ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী জনসংখ্যা শূন্যে নামিয়ে নগরীকে টেকসই ও ঝুঁকিমুক্ত করা এবং খাল ও জলাশয় পুনঃখনন নিশ্চিত করা’।
সেমিনারে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলেয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এসডিজি স্থানীয়করণের সুফল পেতে হলে তৃণমূল পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য এবং স্থানীয় মানুষকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
সভায় বিভাগের ১১ জেলার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসকগণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষকগণ গবেষণালব্ধ ডাটা ও সুপারিশ উপস্থাপন করেন। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি প্রবন্ধও উপস্থাপন করা হয়।
ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনী ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।