চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাকখালি এলাকায় পানিসেচ দিতে গিয়ে কুলকুরমাই খালে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাগর (২০)। তিনি চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সন্দ্বীপপাড়া কালাবাইজ্জাঘোনা এলাকার জয়নালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মামা জাবেদ জানান, মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে শস্যক্ষেতে সেচ দিতে কুলকুরমাই খালে যান সাগর। সে সময় তিনি পাম্প মেশিনের পাশে অবস্থান করছিলেন। বিকাল ৩টার দিকে ভাগিনাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় খালে ডুব দিয়ে পানির নিচ থেকে সাগরকে উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা শেষে সাগরকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন সুলতানা বলেন, ‘হাসপাতালে আনার অন্তত আধা ঘণ্টা আগেই সাগরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’