ইসলামী ব্যাংক পিএলসি’সহ চারটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় আট হাজার কর্মকর্তা-কর্মচারিকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পটিয়া আইনজীবী কল্যাণ পরিষদ। একই সঙ্গে চাকরিচ্যুতদের আইনি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনা করেন সহ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন।
সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ চারটি বেসরকারি ব্যাংক থেকে পটিয়া থানার প্রায় আট হাজার নারী-পুরুষ কর্মকর্তা-কর্মচারিকে বিনা নোটিশে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে, যা শ্রম আইনের পরিপন্থী। তারা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান।
সভায় উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল গণি, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, অ্যাডভোকেট হাজী সোলায়মান, অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহামদ, অ্যাডভোকেট শফিউল্লাহ চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সহ-সম্পাদক অ্যাডভোকেট এস.এম. ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শফিউল করিম আলমদার, অর্থ সম্পাদক অ্যাডভোকেট ওহিদুল আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সুধা দাশ, সহ-প্রচার সম্পাদক সাইফুর রাশেদ চৌধুরী ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট আসিফ বিন রশিদ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।