‘জাতির সুস্থতা, আনন্দ ও গৌরব খেলাধুলাতেই নিহিত। তাই জাতীয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ ও আনন্দময় জীবন। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। কিন্তু এখন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাঠ নেই— ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে।’
সোমবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র মেগা ফাইনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জামায়াত নেতা আবদুল জব্বার, ক্রীড়া সংগঠক এম. মোর্শেদ হাজারী প্রমুখ।
কাদের গনি চৌধুরী বলেন প্রশ্ন রাখেন, ‘স্কুল থাকবে, মাঠ থাকবে না, শিক্ষার্থীরা খেলতে পারবে না—এটা কি ভাবা যায়?’ তিনি বলেন, ‘মাঠের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় খেলাধুলার চর্চা নেই, নেই সাংস্কৃতিক পরিবেশ। শিক্ষার পাশাপাশি এই চর্চাগুলো নিশ্চিত না করলে জাতি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে।’
বিএফইউজে মহাসচিব বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, তা ভবিষ্যতের জন্য অশনিসঙ্কেত। তারা মাঠে যেতে চায় না, স্ক্রিনেই সময় কাটায় বেশি— এটা মোটেও কাম্য নয়। ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোনের গেম খেলতে খেলতে বাস্তব খেলাধুলা ভুলে যাচ্ছি। অথচ খেলাধুলা শরীর ও মনের সুস্থতার জন্য অপরিহার্য। এটি কেবল শিশুদের জন্য নয়, সবারই জন্য জরুরি।’
কাদের গনি চৌধুরী প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরে খেলাধুলা ও শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বছরে দুই-চারটি টুর্নামেন্ট আয়োজন রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া কিছু নয়— নিয়মিত শারীরিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে।’