শনিবার, ২২ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে বিআরটিএ’র হেলমেট বিতরণ ক্যাম্পেইন

কর্ণফুলী প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:০৫

জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ)-এর উদ্যোগে কর্ণফুলীতে মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি— কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

সচেতনতামূলক এই কার্যক্রমে মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জরিমানা না করে হাতে তুলে দেওয়া হয় নিরাপদ হেলমেট। এতে সহযোগিতা করে চট্টগ্রাম পটিয়া হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, জেলা হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা।

বিআরটিএ কর্মকর্তারা বলেন, ‘একটি হেলমেট শুধু আইন মানার প্রতীক নয়— এটি নিজের জীবনের সুরক্ষা দেয়। আমরা চাই, চালকরা বাধ্য হয়ে নয়, সচেতনভাবে হেলমেট পরিধান করুন।’

তারা আরও জানান, জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে প্রতিবছর সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। এবছর ‘জরিমানা নয়, উৎসাহ’ নীতিতে কাজ করছে বিআরটিএ।

এর আগে চট্টগ্রাম নগরের জিইসি মোড়, নতুনব্রিজ মোড়সহ বিভিন্ন স্থানে একই ধরনের হেলমেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি।

ভিডিও