শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ফটিকছড়ি পৌরসভা

মায়ের ঝুলন্ত দেহ, পাশে ১৬ মাস বয়সী শিশুর লাশ

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৫

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় মর্মান্তিক এক ঘটনায় মা ও তার ১৬ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— আফরোজা আফরিন (২৬) ও তার শিশু কন্যা আতকিয়া আয়েশা (১৬ মাস)। আফরোজা আফরিন স্থানীয় একটি এনজিওকর্মী মো. আনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আফরোজা তার মেয়েকে গোসল করানোর কথা বলে নিজ কক্ষে যান এবং দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক ঘটনার দিকে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আফরোজা আফরিন আত্মহত্যার আগে বালিশচাপা দিয়ে মেয়েকে হত্যা করেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ভিডিও