শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ইউপিডিএফের গুলিতে নিহত ৩ যুবকের বিচারের দাবি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১৪

সম্প্রতি খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গুলিতে নিহত তিন যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। বুধবার (২৯ অক্টোবর) সকালে শহরের বনরূপায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, পাহাড়কে অশান্ত করতে গত ২৭ সেপ্টেম্বর এক কিশোরীর মিথ্যা ধর্ষণের ইস্যু বানিয়ে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। ওই ঘটনায় পুঁজি করে ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারাতে সু-সুকৌশলে সেনাবাহিনী ও বিজিবি’র উপর হামলা চালায়। এতে সেনাবাহিনী ও বিজিবির ১২ সদস্য আহত হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ বলেন, খাগড়াছড়ি এবং গুইমারা এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়টি ছিলো একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারের উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র দলের সদস্যদের গুলিতে তিনজন সাধারণ পাহাড়ি যুবক আক্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা মারা যায়। যার মূল লক্ষ্য ছিলো দেশি-বিদেশি চাপ প্রয়োগ করে তাদের স্বায়ত্তশাসনের দাবি আদায় করে নেয়া।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কাজী জালোয়া বলেন, এই ঘটনা উস্কানিদাতা হিসেবে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত করে এই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। পাহাড়ে সেনা ক্যাম্প উঠে যাওয়া ফলে ইউপিডিএফ এর মতো সন্ত্রাসী দলগুলো পাহাড়কে অশান্ত করে তুলছে। পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপনের জোর দাবি জানান তিনি।

ভিডিও