শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বোয়ালখালী জামায়াত নেতারা

‘রাজনৈতিক সহিংসতা নয়, ন্যায়বিচারের রাজনীতি চাই’

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:০২

চট্টগ্রামের বোয়ালখালীতে সমাবেশ ও শোক মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনার বিচার এবং রাজনৈতিক সহিংসতার অবসান দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়ি পুকুর পাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ গেইট হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা সহসম্পাদক ও জেলা শূরা সদস্য মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির ও চট্টগ্রাম–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাছের।

সভায় বক্তৃতা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াছিন, সাইদুল আলম, আবুল মনছুর, ইঞ্জিনিয়ার আবদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার না হওয়া জাতির জন্য লজ্জাজনক।’

বিশেষ অতিথি ডা. আবু নাছের বলেন, ‘৫ আগস্টে অর্জিত স্বাধীনতা রক্ষায় জামায়াতের অগ্রণী ভূমিকা ছিল। আজ সেই স্বাধীনতা ও গণতন্ত্র আবারও হুমকির মুখে— তাই জাতির সংকটময় মুহূর্তে জামায়াতকে দায়িত্ব নিতে হবে।’

বক্তারা বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতা থেকে শিক্ষা নিয়ে ন্যায়বিচার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।

ভিডিও