শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় জামায়াত’র পল্টন ট্রাজেডি দিবস উদযাপিত

ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত নেতাদের

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫২

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত হত্যাযজ্ঞের নিন্দা ও শহীদদের স্মরণে লোহাগাড়ায় পল্টন ট্রাজেডি দিবস উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া মোটর স্টেশন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো‌. শাহজাহান বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে হত্যাযজ্ঞের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাঁদের দানবীয় চেহারা উন্মোচন করেছিল। সেদিন তারা হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে লাশের ওপর উল্লাস করেছিল।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আনম নোমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা নায়েবে আমীর হাফিজুর হক নিজামী, অধ্যাপক আবু তাহের, ও উপজেলা জামায়াত সেক্রেটারি তারেক হোসাইন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ‘২০০৬ সালের পল্টনের শহীদেরা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁরা বাতিলের মুখে জীবন দিতে শিখিয়েছেন। দ্বীনি বিজয়ের লক্ষ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ভিডিও