বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাটহাজারীতে ঘরে ঘরে প্রচারপত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা।
গতকাল সোমবার সকাল থেকে আছর পর্যন্ত তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের গুমানমর্দন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। এসময় ধনী-গরিব, নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন তিনি। স্থানীয়রা তাকে শুভেচ্ছা জানায় ও উষ্ণ অভ্যর্থনা জানায়।
ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিন।’
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির শতাধিক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচি সারাদিনজুড়ে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।