চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে সিএনজি ও পিকআপ সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে মুখোমুখি। এতে অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মো. আরিফ নামে একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার পুকুরিয়া চাঁদপুর বাজারের উত্তর পাশে পুরান ফেরিঘাট এলাকায় প্রধান সড়কের উপর এঘটনা ঘটে।
আহতরা হলেন- বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের মো. আরিফ (৩৬), একই ইউনিয়নের মো. আমান উল্লাহ (৩৫), নাপোড়া এলাকার টিকলু সেন (২৮), শীলকূপের মো. জয়নাল (৩০), পুঁইছড়ি ইউনিয়নের দিলোয়ারা বেগম (৬০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএস আই আবুল হোসেন জানান, সিএনজি-পিকআপ সংঘর্ষে সংঘর্ষের ঘটনায় ৫জন আহত হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি ৪ জন স্থানীয় সিবি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত ২টি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।