শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চার লেন সড়কের দাবিতে বাঁশখালীতে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:২৩

চট্টগ্রাম-কক্সবাজার বিকল্প সড়কের বাঁশখালী অংশ চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে বাঁশখালী সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাঁশখালী সদর এলাকায় ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনছুরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাহমুদুল ইসলামের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আনোয়ারার কালাবিবির দীঘিপাড় থেকে বাঁশখালী হয়ে পেকুয়া পর্যন্ত সড়কটি যানবাহনের তুলনায় অত্যন্ত সরু। ফলে তীব্র যানজট, জনদুর্ভোগ ও দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে প্রাণহানি ছাড়াও অনেক মানুষ স্থায়ী পঙ্গুত্ব নিয়ে জীবন যাপন করছে।

তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিক-মালিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, ‘এই সড়কে প্রতিদিন হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। জনস্বার্থে দ্রুত চার লেন বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বৈলছড়ি এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম, জলদী ইউনিট সভাপতি রহিম উদ্দীন, গন্ডামারা ইউনিট সভাপতি মৌলানা বশির আহমদ, প্রেমবাজার সভাপতি মোহাম্মদ রাসেলসহ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ভিডিও