শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম-১০ আসনে কর্মী সমাবেশ

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যের আহ্বান হেলালীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১০ আসনে নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, ‘দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। ভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ চাইছে— এই অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর ১৩ নম্বর পশ্চিম খুলশী, বিএডিসি ও মুরগির ফার্ম এলাকায় এক নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলালী আরও বলেন, ‘জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই। চট্টগ্রাম-১০ আসনকে একটি আদর্শ ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম খুলশী এলাকার বিশিষ্ট সমাজসেবক এরশাদ খান। বিশেষ অতিথি ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড এমারতের আমির মাওলানা ওমর ফারুক ও সেক্রেটারি মহিবউল্লাহ চৌধুরী।

স্থানীয় নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিডিও