শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে একই পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন—স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালু আক্তারের মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।

স্থানীয়রা জানান, বিকেলে খেলার ছলে তিন শিশু বাড়ির পাশের পুকুরের ধারে যায়। কিছুক্ষণ পর তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিন শিশুর দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, তিনটি নিষ্পাপ শিশুর মৃত্যুতে পুরো এলাকা শোকে স্তব্ধ। এ ঘটনা সত্যিই হৃদয়বিদারক।

স্থানীয়রা জানান, শিশুদের এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামের প্রতিটি ঘরে এখন শোকের মাতম।

ভিডিও