শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ার পুকুরের পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৮

লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদস্থ খৈয়ারকূল এলাকায় পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ১৯ মাস বয়সী সাইদা জান্নাত হুরি, স্থানীয় মোঃ রুবেলের কন্যা, পুকুরে ডুবে প্রাণ হারায়। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

নিহত শিশুর চাচা নাছির উদ্দীন জানান, সাইদা বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মরদেহ দেখতে পান এবং দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ভিডিও