শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চকরিয়া কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৭

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সাফারী পার্কের গেইটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা সাফারী পার্কের গেইটের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন সাগর (২২) কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামন ছড়া-আকন্দ পাড়ার জোবাইদুর রহমানের ছেলে।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই জিয়া উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুড়িগ্রামমুখী মোটরসাইকেল ও কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষের কারণে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, তার এক ভাই রামু আর্মি ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন এবং বর্তমানে চকরিয়া থানায় আসছেন।

দুর্ঘটনায় ব্যবহৃত উভয় গাড়ি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জিয়া উদ্দিন।

ভিডিও