শনিবার, ২২ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:২২

খাগড়াছড়ির পর্যটক কেন্দ্র আলুটিলার তারেং এলাকায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আটক লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ি এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে। বর্তমানে নির্যাতিতা নারী এবং আটক লিটন ত্রিপুরা; দুজনই পুলিশের হেফাজতে রয়েছেন।

ভুক্তভোগী চাকমা সম্প্রদায়ের ওই শিক্ষিকা (২৯) বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে আলুটিলা এলাকায় বেড়াতে যান তিনি। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলযোগে তাদের পিছু নেয় এবং তারেং এলাকায় পৌঁছে পথরোধ করে। পরে শিক্ষিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

শিক্ষিকার সঙ্গে থাকা বন্ধু কৌশলে পাশের সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী শিক্ষিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে মাটিরাঙ্গার অযোদ্ধা এলাকায় আরেক পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায় পুলিশ গত দুদিনে তিনজনকে আটক করেছে। আটককৃতরাও একই সম্প্রদায়ের লোক।

ভিডিও