উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে দেশব্যাপী প্রতিরোধের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৪ অক্টোবর) হাটহাজারী ডাকবাংলো চত্বরে হাটহাজারী উপজেলা শাখার ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, “উগ্র হিন্দুত্ববাদী ইসকন ভারতের এজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কার্যক্রমে লিপ্ত। গাজীপুরের মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে জুমার খুতবায় সত্যোচ্চারণের কারণে হুমকি দিয়ে গুম করা ইসকন সন্ত্রাসীদের নৃশংসতার উদাহরণ।” তিনি দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিশেষ অতিথি হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ বলেন, শিশুদের ওপর যৌন নিপীড়নকারী ও মুসলিমবিদ্বেষী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পরেও তাদের অনুসারীরা সহিংসতা চালিয়েছে। মুসলমানদের ধৈর্যকে তারা দুর্বলতা ভেবে অপরাধ চালাচ্ছে।
সভাপতির বক্তব্যে হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমী বলেন, ইসকন মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের উভয়ের শত্রু। সম্প্রতি একের পর এক মুসলিম মেয়েকে ধর্ষণ ও উত্তেজনা সৃষ্টির মাধ্যমে তারা দেশের সামাজিক স্থিতিশীলতা ধ্বংস করতে চাচ্ছে। মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা আসাদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা শফিউল আলম, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ওজাইর আহমদ হামিদি, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, জনাব মোরশেদ আলম, আবু তাহের রাজিব, মাওলানা মহিউদ্দীন, হাফেজ মোঃ জাকারিয়া, মাওলানা জিয়াউল হক, এইচ এম শহীদ, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা ওবাইদুর রহমান।
সমাবেশে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দেশব্যাপী ইসকন প্রতিরোধের আহ্বান মেনে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।