শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ইসকন নিষিদ্ধের দাবিতে পটিয়ায় উলামা জনতার বিক্ষোভ

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫

ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ করেছে উলামা ও তৌহিদি জনতা। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ডাকবাংলো মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইসকন নিষিদ্ধ করো’, ‘নারী নিপীড়নের বিচার চাই’, ‘গেরুয়া প্রেমের ফাঁদ থেকে তরুণীদের রক্ষা করো’— এসব স্লোগানে রাস্তাজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকনের নামে দেশে ধর্মীয় উসকানি, নারী নির্যাতন ও তরুণ সমাজকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে। তারা বলেন, মুসলিম নারীদের ‘লাভ ট্র্যাপ’ বা ‘গেরুয়া প্রেমের ফাঁদে’ ফেলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে ইসকন সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করা জরুরি।

বক্তারা গাজীপুরের আশা মনি ধর্ষণ, আলিফ হত্যা, মাওলানা মহিবুল্লাহ মাদানী গুম ও বুয়েট শিক্ষার্থী শ্রী শান্ত রায়ের ধর্ষণ-স্বীকারোক্তি মামলার দ্রুত বিচার দাবি করেন।

বিক্ষোভে হাজারো আলেম, তৌহিদি জনতা ও সাধারণ মুসলমান অংশ নেন। তারা সরকারের প্রতি আহ্বান জানান, ইসকনের কার্যক্রম তদন্ত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে।

ভিডিও