চট্টগ্রামের বাঁশখালীতে দ্রুত গতিতে আসা একটি বেপরোয়া কাভার্ডভ্যানে কেড়ে নিলো মো. ফাহিম (৭) নামে এক শিশুর প্রাণ। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে বাঁশখালীর প্রধান সড়কের পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার পূর্ব পুঁইছড়ির নতুন পাড়া ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের একমাত্র ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ভোরে তার মামার সাথে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে তার নানার বাড়িতে যাচ্ছিল। সিএনজি থেকে নেমে সড়ক পার হওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা পণ্যবাহী একটি বেপরোয়া কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ততক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার ও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।