বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। গণতন্ত্রে উত্তোরণ ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। কাদের গনি চৌধুরী বলেন, ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনও প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণপূর্ব বিশাল সমাবেশে তিনি এসব বলেন।
দুপুর থেকে ফটিকছড়ি ও ভুজপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা-কর্মী-সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে জড়ো হন। বিকেল তিনটা নাগাদ ফটিকছড়ি তালিমুদ্দিন মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমবেত হাজারো জনতার উদ্দেশ্যে কাদের গনি চৌধুরী বক্তব্য দেন। এরপর তিনি বিবিরহাট বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে গণমিছিল বের করেন। মিছিলটি বিবির হাট বাজার, নাজিরহাট, রোসাংগিরি, আজিম নগর হয়ে পুণ্যভূমি মাইজভান্ডার দরবার শরীফে এসে শেষ হয়। তিনি সেখানে নেতা-কর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারত করেন।
লিফলেট বিতরণ শেষে গণমিছিলে অন্যদের মধ্যে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, প্যানেল মো. সারোয়ার হোসেন, এম মোরশেদ হাজারী, ওসমান তাহের সম্রাট ,আহমদ গনি চৌধুরী, কে এম আজম, হাসান চৌধুরী, সেলিম খান, মুহাম্মদ হোসেনসহ বিএনপি,ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।