শনিবার, ২২ নভেম্বর ২০২৫

এবি ব্যাংকের নতুন ২৩ এজেন্ট আউটলেট চালু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৯

এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি একযোগে ২৩টি নতুন এজেন্ট আউটলেটের উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) সৈয়দ মিজানুর রহমান ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এসব আউটলেটের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ উদ্বোধনের মাধ্যমে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হয়ে মোট ২৩৫টি আউটলেটে উন্নীত হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আউটলেটগুলো চালুর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।

ভিডিও