চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের ছিঁড়ে দুই যুবক মারা গেছেন। বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচুয়ায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাচা মিয়ার ছেলে মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর ছেলে ফাহিম (১৬)।
জানা গেছে, মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বিদ্যুতের লাইন সচল থাকায় স্থানীয়রা তাৎক্ষণিক সাহায্য করতে পারেননি। পরে বিদ্যুৎ বন্ধ হলে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বালুবাহী গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুজন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।