খাগড়াছড়িতে মন্দিরে পূজা দেখতে গিয়ে পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় অভিযুক্ত আরো এক যুবক পলাতক রয়েছে।
জানা গেছে, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ঐ কিশোরী স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। এসময় স্থানীয় ৪ যুবক মন্দিরের পাশে কথা বলার কথা জন্য ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এদিকে গতকাল (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার অভিযুক্তদের মধ্যে রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল বাবু (১৭) ও আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় রিমন ত্রিপুরাকে (২২) আটক করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সুমন বিকাশ ত্রিপুরা (১৮) পলাতক রয়েছে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঘটনাটি গোপন রেখে স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করেছে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে দু’জনকে আটক করে ও আজ বেলা ১১টার দিকে আরো একজনকে আটক করা হয় ৷ এ ঘটনায় আরো এক যুবক পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।।