চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বটতলী মোটর স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, মাস্টার আবদুস সালাম, আমিরাবাদ ইউনিয়নের আমীর অধ্যাপক হাসান, রফিক দিদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করতে হবে। অন্যথায় লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি সরকারের প্রধান উপদেষ্টা ও সড়ক উপদেষ্টার প্রতি দক্ষিণ চট্টগ্রামের মানুষের এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।