ফটিকছড়ি বারমাসিয়া সেবা সংঘের উদ্যোগে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপিত হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় গীতাপাঠ, ধর্মীয় সংগীত, তবলা ও নৃত্য প্রতিযোগিতা। পার্থ ঘোষ ও প্রণজিৎ সেনের উপস্থাপনায় বিচারকের দায়িত্ব পালন করেন মাস্টার বাবলা কুমার দে, মাস্টার টিটু কুমার মহাজন, মাস্টার বিপ্লব দে, ডালিম দাস ও পলাশ গুহ।
রাতের আলোচনা সভায় সেবা সংঘের সভাপতি ডা. মিলটন দে সভাপতিত্ব করেন। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী দেবানন্দ যতি মহারাজ ও শ্রীমৎ স্বামী অভয়ানন্দ মহারাজ।
আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি সংসদের উপদেষ্টা সুমন কুমার বনিক, প্রধান অতিথি বিএনপি নেতা সরোয়ার আলমগীর, সংবর্ধিত অতিথি এড. জুয়েল চক্রবর্তী, নির্মল কান্তি দে, রবিশ্বর দে, শ্রীমতি সবিতা দেওয়ানজী, লিটন কুমার দে। অন্যান্য উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বাবু মিহির চক্রবর্তী, উজ্জ্বল নাথ, নান্টু চৌধুরী, আদিত্য সৈকত, প্রদীপ রায়, মাস্টার কৃষ্ণধন শীল, অঞ্জন সেনগুপ্তসেন, সুজন দে, ইউপি সদস্য সাধন চৌধুরী, রুবেল ধর, সুমন দে ও দয়াল দে।
রাত ১১ ঘটিকায় পন্ডিত রঞ্জিত চক্রবর্তীর পৌরহিত্যে মা শ্যামা পূজা সম্পন্ন হয়। পরে রাত সাড়ে ১১টায় মনোজ্ঞ ধর্মীয় সংগীতাঞ্জলী অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টিভি ও বেতারের শিল্পী শ্রীমতি নিশা চক্রবর্তী, প্রকাশ রায় হিমেল ও সুজন চক্রবর্তী। দর্শকরা শিল্পীদের সুর ও পরিবেশনায় মুগ্ধ হন।
অন্যান্য উপস্থিত ছিলেন সুব্রত দে (শুভ), বাপ্পু দে, সুব্রত সেন, সঞ্জয় চৌধুরী, পংকজ গুহ, জনি দে, সৌরভ দে ও রক্সি ঘোষ।