শনিবার, ২২ নভেম্বর ২০২৫

পাহাড়ে গোপন কাঠ পাচার

রাঙ্গুনিয়ায় সেনা অভিযানে বিপুল সেগুন কাঠ জব্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পরিচালিত এ অভিযানে একটি গাড়িসহ কাঠের টুকরাগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, সেনাবাহিনী ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ করেছে, যার পরিমাণ প্রায় ১২৯ দশমিক ৪৭ ঘনফুট। উদ্ধার করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

বন বিভাগের অতিরিক্ত ডেপুটি রেইঞ্জ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেনাবাহিনী জব্দকৃত কাঠ ও গাড়ি আমাদের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটির বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে সেগুন কাঠ কেটে পাচারের চেষ্টা চলছিল। নিয়মিত অভিযান না থাকায় এসব অবৈধ কাঠ পাচারকারীরা দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এমন অভিযান নিয়মিত হলে বন উজাড়ের প্রবণতা কমবে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে।

ভিডিও