চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মো. শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ৯নং শিলক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফকিরাঘাটস্থ জ্বালাকুমারী মাতৃমন্দিরের পেছনের পশ্চিম পাশের তিন রাস্তার মোড়ে অবস্থানরত অবস্থায় মো. বেলাল (৩০) নামে এক যুবককে আটক করা হয়।
তল্লাশিতে তার হেফাজত থেকে ৭৭৫ (সাতশত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতার বেলাল দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার ৮নং সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত আমির হোসেন ও মৃত মঞ্জুরা খাতুনের ছেলে। অভিযানে বেলালের সহযোগী মো. ইয়াকুব আলী (৩৬) পালিয়ে যায়। সে একই এলাকার আইয়ুব আলীর ছেলে।
এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি।’