শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

১ নভেম্বর অনশনের ডাক

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:২৪

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ কোনো স্থাপনা দেশি বা বিদেশি কোনো পক্ষের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বুধবার (২২ অক্টোবর) সকালে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ে আয়োজিত এ সমাবেশে অংশ নেন বিভিন্ন সংগঠনের শতাধিক শ্রমিক। সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে বন্দর এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর শ্রমিক নেতারা কর্মসূচি শেষের ঘোষণা দেন।

সমাবেশ থেকে আগামী ১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক নেতারা। তাঁরা জানান, সরকার যদি দ্রুত বন্দর ইজারার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে সামনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা বলেন, দেশের অন্যতম রাজস্ব আয়ের খাত চট্টগ্রাম বন্দরকে কোনোভাবেই বেসরকারিকরণ বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না। তাঁরা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করে বিদেশি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত। বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, বিএলএফের সাংগঠনিক সম্পাদক রবিউল হক প্রমুখ।

সভায় তপন দত্ত বলেন, ‘চট্টগ্রাম বন্দর ব্যক্তিমালিকানাধীন নয়, এটি ১৯ কোটি মানুষের সম্পদ। এই বন্দরের কোনো অংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে দেশের শ্রমজীবী মানুষের পেটে লাথি মারা।’ তিনি জানান, আগামী ১ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শত শত শ্রমিক–কর্মচারী অনশনে বসবেন।

শ্রমিকদের মিছিলে বাধা প্রসঙ্গে জানতে চাইলে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘বন্দর থানা এলাকায় ১১ নভেম্বর পর্যন্ত সব ধরনের সমাবেশ নিষিদ্ধ রয়েছে। সে কারণে শ্রমিক নেতাদের অনুরোধ করা হয় ডবলমুরিং থানার সীমানার মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে। তারা তা মেনেছেন।’

ভিডিও