শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর কারাদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে ছয় মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমান, রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— লিচুবাগান সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহাঙ্গীর (২৫), মোহাম্মদ সৌরভ (৩৮), বড়ইছড়ির মোহাম্মদ সেলিম (৩০), মহাজন বটতলের উজ্জ্বল নাথ (৩৫), দক্ষিণ নিশ্চিন্তাপুরের মোহাম্মদ জাকির (২৪) এবং উত্তর বনগ্রামের নুরুল আবছার (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লিচুবাগান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসেবনের সময় আটক করা হয়। তল্লাশিতে ইয়াবা, গাঁজা ও চোলাইমদের সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করা হয়।

ইউএনও মো. কামরুল হাসান বলেন, ‘মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়তে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।’

ভিডিও