শনিবার, ২২ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:১৭

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দীন (৩৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার কামাল উদ্দীনের ছেলে।

সহকর্মী আবদুল খলিল জানান, সকালে তারা ভবনে নির্মাণকাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ ভবনের একটি অংশ ভেঙে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই হেলাল উদ্দীনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ভাঙা অংশের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও