রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে শিক্ষক ফেডারেশনের মানববন্ধন ও স্মারকলিপি

শিক্ষকদের ন্যায্য দাবিতে চট্টগ্রামে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪০

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানানো এবং শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। স্মারকলিপি প্রদান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, এবং সঞ্চালনা করেন মহানগর অফিস সেক্রেটারি আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ আকাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মো. নূরনবী, সলিমা সিরাজ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহছেন আল হোসাইনী, প্রফেসর সিরাজ উদ্দৌলা, অধ্যক্ষ হোসাইন আহমেদ, মীর মো. আবুল কালাম, মো. আবু সালেহ, নূরুল বশর রাসেল, মাওলানা ওসমান গণি, মাওলানা মো. ওবায়দুল হক, খায়ের উদ্দীন সোহেল ও ওবায়েদুল্লাহ।

সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী বলেন, “শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে। সরকার শিক্ষাখাতকে অবহেলা করে চলেছে, যা মেধাবী প্রজন্ম গঠনে বড় বাধা।” তিনি অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

স্মারকলিপিতে সাত দফা দাবি তুলে ধরা হয়— ১. বাড়ি ভাড়া ৪৫% হারে প্রদান, ২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ, ৩. শতভাগ উৎসব ভাতা প্রদান, ৪. ১,০৮৯টি প্রস্তাবিত ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ, ৫. নন-এমপিও শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ ও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, ৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ, ৭. স্বৈরাচার আমলে বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের পাওনাদি নির্বাহী আদেশে নিষ্পত্তি। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মনে করে, এসব ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সমাবেশ শেষে প্রফেসর মোহাম্মদ নুরুন্নবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।

ভিডিও