রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ীদের সংগঠন মরিয়মনগর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় মরিয়মনগর চৌমুহনী আমিনুল হক মার্কেটের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ সৈয়দ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার মুহাম্মদ করিম উদ্দিন হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা আজিজুল হক সওদাগর, নুরুল ইসলাম, নির্বাচন কমিশনার নুরুল ইসলাম, মুহাম্মদ ওমর ফারুক ও মাওলানা হাসান মুরাদ।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা হারুন ফারুক নঈমী, আবু ছালেহ, ব্যবসায়ী মুহাম্মদ ইলিয়াস রহমান, নিজাম উদ্দিন, আহমদ শাহ, নাজিম উদ্দিন, নাছের উদ্দিন, মোজাফফর হোসেন, ফজলুল করিম, মুহাম্মদ ইমরান হোসেন ও আবুল হাসেম প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ সৈয়দ লিখিতভাবে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে ২১ অক্টোবর থেকে, যা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত একই সময়ে। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ অক্টোবর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর পর্যন্ত।
প্রতীক বরাদ্দ করা হবে ২ নভেম্বর সকাল ১১টায়। এরপর ৩ নভেম্বর থেকে ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। আগামী ১৫ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষণায় বলা হয়, মনোনয়ন ফরম, ভোটার তালিকা, কার্যকরী পরিষদের পদবী ও অন্যান্য নিয়মাবলী নির্বাচন পরিচালনা কমিটি থেকে সংগ্রহ করতে হবে। ফরম জমা দেওয়ার সময় নির্ধারিত ফি প্রদানের রসিদ সংযুক্ত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই সমিতির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কার্যক্রম পরিচালনা করে আসছে মরিয়মনগর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতি। আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।