চট্টগ্রাম বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তিনি উপজেলার পশ্চিম গোমদণ্ডী আল কবির মাদ্রাসা ও পশ্চিম গোমদণ্ডী রফিকুল উলুম মাদ্রাসায় টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি মাদ্রাসার শিক্ষক সহ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে স্বাস্থ্যকর্মীরা।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন,“শিশুরা খুব আনন্দের সঙ্গে টিকা নিচ্ছে। কোনো শিশু যেন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে জন্য জেলা ও উপজেলা পর্যায়ে আমরা কাজ করছি। অভিভাবকদের অনুরোধ, গুজবে কান না দিয়ে নির্ধারিত সময়ে টিকা নিন।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম চলবে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি কেন্দ্রে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।