চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অসহায় নারী নিজের সরকারি ঘরে তালা ঝুলিয়ে দেওয়াসহ ঘরে ভাঙচুর ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থ স্বামী ও সন্তানদের সঙ্গে তিনি মানবেতর জীবনযাপন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬ নং সোনারগাঁও ইউনিয়নের ধামাইরহাট চাদরহাট টিলা এলাকায়।
ভুক্তভোগী মনোয়ারা বেগম (৫০) অভিযোগ করেছেন, প্রায় ছয় মাস ধরে স্থানীয় চার ব্যক্তি—বখতিয়ার, শামশুর আলম, রূপন ও খোকন বিনা কোনো কারণ দেখিয়ে তার ঘরের দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি।
মনোয়ারা বেগম রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে তারা আবার এসে ঘরে তালা ঝুলিয়ে দেয়। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এমনকি আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলার হুমকিও দেয়। আমরা এখন কোথায় যাব, কে আমাদের রক্ষা করবে!
তিনি আরও বলেন, স্বামী অসুস্থ, ছেলে-মেয়ে ছোট। ঘরে ঢুকতে পারছি না, খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকতে পারব না, এটা কখনো ভাবিনি।
স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে ওই পরিবার আরও বড় ক্ষতির মুখে পড়বে না বলে জানিয়েছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার জানান, ভুক্তভোগী নারীর অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।