সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাতযাপন চালু হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন। তবে সেখানে রাতযাপনের অনুমতি দেওয়া হবে কি না, সেটি এখনও নির্ধারণ হয়নি। বিষয়টি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, প্রায় নয় মাস আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
সরকার জানিয়েছিল, দ্বীপের নাজুক জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
স্থানীয়রা এখন অপেক্ষায় আছেন—নতুন সিদ্ধান্তে কবে আবার সেন্টমার্টিনে পর্যটনের স্বাভাবিক ধারা ফিরে আসবে।