শনিবার, ২২ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:০১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ৪ নম্বর তিনটহরী ইউনিয়নের শান্তিনগর এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মানিকছড়ি থানা ওসি মাহমুদুল হাসান রুবেল।

গ্রেপ্তার মো. শাহ আলম (৬২) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে শাহ আলম শিশুটিকে বাড়িতে একা পেয়ে খেলার ছলে তার স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার পাশাপাশি ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ব্যর্থ হয়ে শিশুটিকে ছেড়ে দেন তিনি। পরে শিশুটি ঘটনাটি তার পরিবারকে বলে।

এ ঘটনার শিশুটির মা শনিবার রাতে মানিকছড়ি থানায় শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি মাহমুদুল হাসান রুবেল।

সকালে শাহ আলমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ভিডিও